Where to write a program and how to run

< 1 min read এই ভিডিওটি যাদের একেবারেই প্রোগ্রামিং অভিজ্ঞতা নেই তাদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। একটা প্রোগ্রাম কোথায় লিখবো এবং কিভাবে সেটাকে রান করবো এই ব্যাপারে খুবই বেসিক আলোচনা করেছি। যারা প্রোগ্রামিং জানেন তারা এই ভিডিও টা স্কিপ করতে পারেন।

What is Python, A brief history and why should I learn python

< 1 min read এই ভিডিওতে আমি পাইথন কি এবং পাইথনের ইতিহাস খুবই স্বল্প আকারে বলার চেষ্টা করেছি। “পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম” এমনকি পাইথন শিখে কি করবো বা করতে পারবো তাও সামান্য বলার চেষ্টা করেছি। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন পাইথন ৩.৮.৩ রিলিজ হয়েছে।

What are Compiler and Interpreter

< 1 min read কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি? কম্পিউটার যদি তার নিজের ভাষা ছাড়া অন্য কোন ভাষা বুঝতেই না পারে তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে প্রোগ্রাম লিখি তা কিভাবে বুঝে? আমি খুব সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন।

Different Programming Languages and which one should I start with

< 1 min read এই ভিডিওটিতে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি এবং নতুনদের জন্য কোনটি দিয়ে শুরু করা যেতে পারে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন।

What is Computer and Understanding different components

< 1 min read এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে কম্পিউটারের বিভিন্ন গুরুত্ব কম্পোনেন্টসমূহ আলোচনা করেছি। অপারেটিং সিস্টেম কি, বায়োস কি, কিভাবে একটা প্রোগ্রাম রান করে, বিভিন্ন ধরনের মেমোরী যেমন র‍্যাম, রম, হার্ড ডিস্ক ইত্যাদি এবং ভোলাটাইল/নন-ভোলাটাইল মেমোরী নিয়ে আলোচনা করেছি।

আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান

< 1 min read আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ